আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩, মানিকগঞ্জ জেলায় স্কুল পর্যায়ে প্রথম শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যাত্রা শুরু করল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)। অনেক প্রত্যাশা ও প্রতীক্ষার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্লাটুনের শুভ উদ্বোধন হলো স্কুল অ্যাসেম্বলি গ্রাউন্ডে। উদ্বোধন-কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির সম্মানিত ডিজি, ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক, পিবিজিএম (বার), রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। কেক কেটে ও বিএনসিসির পতাকা উড়িয়ে প্লাটুন উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিগণ। প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাডেটরা। অনুষ্ঠানে টেবিল ড্রিল করেন এমএ রউফ ডিগ্রি কলেজ, মানিকগঞ্জের ক্যাডেটরা। স্কুল পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণে খুশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। তারা মনে করেন স্কুলজীবন থেকে বিএনসিসির সংস্পর্শে থেকে এই কোমলমতি ছেলেমেয়েরা জীবনে সুশৃঙখলা, আত্মপ্রত্যয় ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উঠবে।
উৎসবমুখর এ দিনটিকে আরও আনন্দঘন ও স্মৃতিবহ করতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd