MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'National STEAM Olympiad'
'National STEAM Olympiad'

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নানামুখী কৃতিত্বের সাথে সংযুক্ত হলো আরো একটি জাতীয় পর্যায়ের কৃতিত্ব। গত ৬ জুলাই অনুষ্ঠিত 'National STEAM (Science, Technology, Engineering, Arts and Mathematics) Olympiad'-এ জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অনন্য জারিফ আকন্দ। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য পুরস্কার হিসেবে পাবে (বিশ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, বিনামূল্যে iTesseract কোর্স)।

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহ্‌জাহান মাহমুদ, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামাল, ই-জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

এমআইএসসি'র শিক্ষার্থী অনন্য জারিফ আকন্দের কৃতিত্বপূর্ণ সফলতায় এমআইএসসি পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

CONTACT US