দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক সুদিন। এখনও তারা রাস্তায় নেমে রাষ্ট্র-সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ ছাত্রদের সাথে আছেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নির্দেশে কয়েকদিন ধরে স্কুলের বিএনসিসির জুনিয়র প্লাটুনের ক্যডেটগণ ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের সহায়তায় আছেন শিক্ষকগণও। অধ্যক্ষ মহোদয় এমআইএসসি ও অন্যান্য প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মাঝে খাদ্য-পানীয় ও ক্যাপ বিতরণ করেছেন। তাদেরকে জানিয়েছেন শুভকামনা।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd