MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
MISC এর  শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে।
MISC এর শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে।

দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক সুদিন। এখনও তারা রাস্তায় নেমে রাষ্ট্র-সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ ছাত্রদের সাথে আছেন।

অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নির্দেশে কয়েকদিন ধরে স্কুলের বিএনসিসির জুনিয়র প্লাটুনের ক্যডেটগণ ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের সহায়তায় আছেন শিক্ষকগণও। অধ্যক্ষ মহোদয় এমআইএসসি ও অন্যান্য প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মাঝে খাদ্য-পানীয় ও ক্যাপ বিতরণ করেছেন। তাদেরকে জানিয়েছেন শুভকামনা।

CONTACT US