MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪'
'৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪'

ঢাকা বিভাগীয় পর্যায়ে আয়োজিত '৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪'-এ স্কুল পর্যায়ে দলগতভাবে অংশগ্রহণ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো.গোলাম রাব্বী, ইসরাত জাহান ছোঁয়া ও অনন্য যারিফ আকন্দ যৌথভাবে 'চতুর্থ স্থান' অর্জন করেছে।

তাদের এই অসামান্য অর্জনের জন্য এমআইএসসি পরিবারের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উল্লেখ্য, মানিকগঞ্জ জেলায় 'দ্বিতীয় স্থান' অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী ৩৯ টি দলের মধ্যে 'চতুর্থ স্থান' অধিকার করার গৌরব অর্জন করে আমাদের এই দলটি।

CONTACT US