MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'বিজ্ঞান মেলা ২০২৪’
'বিজ্ঞান মেলা ২০২৪’

➡️ ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত 'বিজ্ঞান মেলা ২০২৪’-এ অংশ নিয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 'সিনিয়র দল' উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। খবরটিতে এমআইএসসি পরিবার ব্যাপকভাবে আনন্দিত ও উদ্ভাসিত।

➡️ সিনিয়র দলের প্রকল্পের নাম ছিল 'সয়ংক্রিয় সেঁচ প্রকল্প'। চতুর্থ শিল্পবিপ্লবের বিশ্বে বাংলাদেশের জন্য কৃষিক্ষেত্রে বিপ্লব আনা অতিব জরুরি। আর সেই বিপ্লবের জন্য চাই কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। যথা বিবেচনায় শিক্ষার্থীরা এই প্রকল্প হাতে নেয়। প্রকল্পের উদ্দেশ্য ও রূপকল্প দেখে বিচারকমণ্ডলী অভিভূত হন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্ভাবিত প্রকল্প বাস্তবে রূপ নিয়ে জাতীয় কল্যাণে ব্যবহার হোক।

➡️ প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও তত্ত্বাবধায়ক শিক্ষকগণকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) বলেন, 'আমাদের ছেলেমেয়েরা সকলেই সৃজনশীল মননের অধিকারী।' তিনি তাদের কৃতিত্বে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে অধিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা সূচক শুভেচ্ছা জানান।

CONTACT US