MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বিতর্ক প্রতিযোগিতা -২০২৪
বিতর্ক প্রতিযোগিতা -২০২৪

'যুক্তি তর্কে সত্যের সন্ধানে, এগিয়ে যাও আত্মবিশ্বাসে।' এই স্লোগানকে ধারণ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 'ডিবেট ক্লাব' এর উদ্যোগে ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা -২০২৪।

বির্তকের বিষয় : সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজের চেয়ে গুজব সৃষ্টিতে অধিক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ( অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

CONTACT US