''এসো হে নবীন বাজিয়ে সুর লহরী উল্লাসিত নব বীণ
আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান,
আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।''
আজ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত হলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ ২০২৪-''আলোকের এই ঝর্ণাধারায়''। জাঁকজমকপূর্ণ ও দৃষ্টিনন্দন এ আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডাম-সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজকের আয়োজনের মূল আকর্ষণ ছিলো শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি মনোমুগ্ধকর 'ফ্যাশান শো' প্রদর্শনী। অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd